×

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ২০ কি.মি. এলাকায় যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১২:১৮ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ২০ কি.মি. এলাকায় যানজট

ঢাকা-টাঙাইল মহাসড়কে শুক্রবার যানজটের ফলে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হচ্ছে। ছবি: সংগৃহীত

# সীমাহীন যানজটে যাত্রীদের ভোগান্তি # ঈদে বাড়ি ফিরতে দুই থেকে তিনগুণ সময় লাগছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ২০ কি‌লো‌মিটার এলাকাজুড়ে তীব্র যানজ‌ট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতু ও সড়‌কে দুর্ঘটনা, রা‌তে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে অ‌তি‌রিক্ত গাড়ির চাপের কার‌ণেই এই যানজ‌ট হ‌চ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকেই মহাসড়কটিতে যানজ‌ট দেখা দেয়। মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এছাড়া, বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সেতু প‌শ্চিম গোল চত্বর পর্যন্ত গা‌ড়ি থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈ‌দে বা‌ড়ি ফিরতে তা‌দের দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে। এতে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এতে এক ঘণ্টা ৪০ মিনিটব্যাপী টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও র‌য়ে‌ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App