×

সারাদেশ

উদ্বোধনের পরদিনই বন্ধ ক্যাটল স্পেশাল ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৮:৫৩ এএম

উদ্বোধনের পরদিনই বন্ধ ক্যাটল স্পেশাল ট্রেন

ক্যাটল স্পেশাল ট্রেন। ছবি: ছবি: সংগৃহীত

উদ্বোধনের পরদিনই বন্ধ হয়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৭ জুলাই) কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করে দিয়েছে রেল বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার শহিদুল আলম।

এর আগে বুধবার ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার। আজ শুক্রবার পর্যন্ত এই ট্রেনে কুরবানির পশু রাজধানী ঢাকা পর্যন্ত পরিবহনের জন্য চলাচলের কথা ছিল।

এ প্রসঙ্গে স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কুরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন বন্ধের বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App