×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১১:১৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত

রোহিঙ্গা শরণার্থী। ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) এ প্রস্তাব জেনেভায় গৃহীত হয়।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান ৫০তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এ প্রস্তাব তুলে ধরা হয়।

মিয়ানমারের সেনাবাহিনীর অবর্ণনীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট স্মরণকালের সবচেয়ে বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক কারণে ঢাকা কর্তৃপক্ষ তাদের আশ্রয় দেয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মাদার অব হিউম্যানিটি অভিধায় ভূষিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App