×

আন্তর্জাতিক

রিজার্ভ সংকটে সোনার মুদ্রা চালু জিম্বাবুয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৮:৪৩ পিএম

রিজার্ভ সংকটে সোনার মুদ্রা চালু জিম্বাবুয়ের

প্রতীকী ছবি

শ্রীলঙ্কার মতোই এবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়েছে জিম্বাবুয়ে। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে সোনার মুদ্রা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক।

জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মঙ্গুদওয়া এ বিষয়ে বলেন, ২৫ জুলাই থেকে স্থানীয় মুদ্রা, মার্কিন ডলার ও অন্য বিদেশি মুদ্রায় বিক্রি হবে ওই স্বর্ণমুদ্রা। সোনার আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে ওই মুদ্রা বিক্রি হবে বলে নিশ্চিত করেন তিনি। খবর রয়টার্সের।

মুদ্রাস্ফীতির কবলে পড়ে এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি লেবাননের। এরপরই রয়েছে আফ্রিকার দুই দেশ জিম্বাবুয়ে ও সুদান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App