×

জাতীয়

পানির দাম ফের ৫ শতাংশ বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১০:২২ পিএম

পানির দাম ফের ৫ শতাংশ বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

প্রতীকী ছবি

# ১ সেপ্টেম্বর থেকে পানির দাম বাড়ছে

প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ফের ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন ওয়াসা বোর্ডের প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ। তিনি বলেন, পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আবাসিক ও বাণিজ্যিক-দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট পানির দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। যা ৫ শতাংশ বেড়ে ১৫ টাকা ৯৩ পয়সা হবে। বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪২ টাকা; যা ৪৪ টাকা ১০ পয়সা হবে। এতে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম বাড়বে ৭৫ পয়সা ও বাণিজ্যিক ব্যবহারে বাড়বে দুই টাকা ১০ পয়সা।

এর আগে ঢাকা ওয়াসা ২০২১ সালের মে মাসে পানির দাম ৫ শতাংশ বাড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App