×

আন্তর্জাতিক

অবশেষে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১০:৪১ পিএম

অবশেষে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে বৃহস্পতিবার দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

অবশেষে দলের নেতৃস্থানীয় পদ ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দলের ভেতরে বিদ্রোহ এবং একের পর এক মন্ত্রী-সাংসদের পদত্যাগের মধ্যে এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক ভাষণে পদত্যাগের এ ঘোষণা দেন যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রিত্বও হারাচ্ছেন তিনি। তবে দলের নেতারা জানিয়েছেন, এখনই নতুন কাউকে এ পদে নিযুক্ত করা হচ্ছে না। অর্থাৎ শরৎকালীন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন বরিস জনসন। খবর ডয়চে ভেলে, আল জাজিরার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App