×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৮:৩৪ এএম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী যুবকের সন্ধানে অভিযান করছে হাইটেক পার্ক পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দেশটির স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজ শুরুর পর পরই প্রথম গুলির শব্দ পাওয়া যায়। পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়েছেন। খবর ইউএস নিউজের।

গোলাগুলির সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামে এক যুবককে চিহ্নিত করেছে হাইল্যান্ড পার্ক পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। সন্দেহভাজন ২২ বছর বয়সী ওই যুবকের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, সকালে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে পর পর ৬০টি গুলি করেছে পুলিশ

এর আগে জেল্যান্ড ওয়াকার নামে এক কৃষ্ণাঙ্গকে পর পর ৬০টি গুলি ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পুলিশ। এছাড়া সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিন, দেশটির স্বাধীনতা দিবসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App