×

সারাদেশ

চিকিৎসা নেয়া হলো না হাসপাতালে, ট্রাক চাপায় নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৪:৪২ পিএম

চিকিৎসা নেয়া হলো না হাসপাতালে, ট্রাক চাপায় নিহত ৫

স্বজন হারানোর আহাজারি। ছবি: সংগৃহীত

চিকিৎসা নেয়া হলো না হাসপাতালে। রোগী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় হাসপাতালের উদ্দেশে যাচ্ছিলেন স্বজনরা। এর আগেই পথে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ হারালেন রোগীসহ তাদের অনেকে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তারা রমেকে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অন্যদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। সরেয়ারতল এলাকায় আসলে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক রাজা মিয়া (৪৫), গীতা রানি (৬০), শাহজাহান মিয়া (৫৫) এবং ৪ বছরের এক শিশু। বাকি একজন নিহতের নাম জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App