×

জাতীয়

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৩:০৯ পিএম

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিন

কক্সবাজার সদরের খুরুশকূলে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, রবিবার রাত থেকে সোমবার (৪ জুলাই) বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সম্পর্কে এখনও পর্যন্ত কোনোকিছু জানা যায়নি।

রবিবার (৩ জুলাই) বিকেলে খুরুশকূল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন দেখতে যান সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিন। সন্ধ্যায় সম্মেলন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খুরুশকূল ইউনিয়নের ডেইলিপাড়ায় পৌঁছালে, একদল দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

স্বজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনায় অভিযোগ করে বলেছেন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের বাইরে একদল সশস্ত্র লোকজনকে দেখতে পেয়ে হামলার আশঙ্কা করেছিলেন ছাত্রলীগের নেতা ফয়সাল উদ্দিন। পরে আওয়ামী লীগের নেতারা পুলিশকে বিষয়টি জানান। এতে পুলিশ কর্মকর্তারা তাকে একটি অটোরিকশায় তুলে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। অটোরিকশাটি পেছনে ছিল পুলিশের গাড়িটিও। এক পর্যায়ে ফয়সালকে বহনকারি গাড়িটি ডেইলপাড়ায় পৌঁছালে গাড়িটি থামিয়ে একদল দুর্বৃত্ত ‘পুলিশের সামনে’ এলোপাতাড়ি কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রবিবার রাত থেকেই অভিযান শুরু হয়। এতে সোমবার সকাল পর্যন্ত খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে সোমবার বেলা ১২টায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত স্বজনদের কাছ থেকে কোন এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলেই গ্রেপ্তারকৃতদের মামলায় আসামি দেখানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান এখনও চলমান আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App