×

আন্তর্জাতিক

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার হ্যাকড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১০:৩৩ এএম

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার হ্যাকড

প্রতীকী ছবি

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার হ্যাক করেছে হ্যাকাররা। সোমবার (৪ জুলাই) হ্যাকিংয়ের এরই মধ্যে অ্যাকাউন্ট দুটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে এর আগেই আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন ও টুইটারে একাধিক রিটুইট করা হয়। হ্যাকিংয়ের এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। খবর বিবিসির।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেখা যায়।

অন্যদিকে টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি’র সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App