×

খেলা

বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০৩:৪১ এএম

বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত
বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

ছবি: সংগৃহীত

বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ালেও শেষ পর্যন্ত বৃষ্টি এবং সময় স্বল্পতার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। আজ রবিবার রাত সাড়ে ১১ টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উভয় দল ফের মাঠে নামবে। এখানেও যে বৃষ্টি হানা দেবে না সেই নিশ্চয়তা দিতে পারছে না উইন্ডিজ আবহাওয়া বিভাগ। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা ১৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। টাইগার ব্যাটাররা যদি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতো তাহলে পুঁজি আরো বড় হতো। ১৬ বলে ২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা নুরুল হাসান সোহান যেভাবে উইকেট বিসর্জন দিয়ে এসেছেন তা বেশ দৃষ্টিকটু ছিল। আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে আউট হয়েছেন তাতে টাইগার সমর্থকরা ব্যথিত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভুল শুধরে নিতে পারলে দ্বিতীয় ম্যাচে জয় পেতে কষ্ট হবে না টাইগারদের।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণ পর বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়। ম্যাচ চলাকালে প্রথম বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত ৭.৪ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। টাইগার ব্যাটারদের মধ্যে সাকিব আল হাসান ১৫ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন। তার সংক্ষিপ্ত ইনিংসে দুটো চার এবং দুটো ছক্কার মার রয়েছে। লিটন দাস ১৪ বল মোকাবেলা করে ৯ রান করে আউট হন। তার ইনিংসে দুটো চারের মার রয়েছে। এর আগে

দেরিতে হলেও অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ উইন্ডিজ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আউটফিল্ড ভেজা থাকায় এক ঘন্টা ৪০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় দুই দলকে ১৬ ওভার করে ব্যাট করতে হবে। মুনিম শাহরিয়ারকে নিয়ে এনামুল হক বিজয় টাইগারদের ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন। আকিল হোসেনের বলে দুই রান করে মূনিম শাহরিয়ার সাজঘরে ফিরে গেলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট করতে নামেন। এনামুল হক বিজয়ের সঙ্গে ভালই ছুটি গড়ে তোলেন তিনি। সাড়ে ছয় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে ৯ বল মোকাবেলা করে ১৬ রান করে আউট হন এনামুল হক বিজয়। তার এই সংক্ষিপ্ত ইনিংসে তিনটি চারের মাঠ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App