সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।
সেতুমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না। এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি থাকতে হবে। প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে অনেক পশুবাহী যানবাহন ঢাকায় আসবে। এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ বাড়বে। চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, ঈদে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে। ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।