×

অর্থনীতি

কোরবানির ঈদের জন্য প্রস্তুত ৩৮ মণের ষাঁড় সম্রাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৯:১৫ পিএম

কোরবানির ঈদের জন্য প্রস্তুত ৩৮ মণের ষাঁড় সম্রাট

সম্রাট। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৮ মণের ষাঁড় গরু। এ গরুর নাম রাখা হয়েছে সম্রাট। ওজন ১ হাজার ৫শ কেজির বেশি (৩৮ মণ)। মালিকের আশা ১১ ফুট লম্বা ও ছয় ফুট উচ্চতার সম্রাটকে ১০ লাখ টাকায় বিক্রি করা যাবে। এরই মধ্যে দরদাম হাঁকছেন ফরিদপুরের উৎসাহী কয়েকজন। কাঙ্ক্ষিত দামের কাছাকাছি গেছেন একজন। দরদাম ঠিক হলে ফরিদপুরেই বিক্রি হতে পারে সম্রাট। ফরিদপুরের বায়তুল আমান এলাকার মাইশা ডেইরি ফার্মে বিশাল আকৃতির গরুটি লালন-পালন করা হয়। এ খামারে মোট ১১৮টি গরু রয়েছে। খামারের শ্রমিকরা জানান, ডেইরি ফার্মে মোট ১১৮টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সম্রাট। ফার্মের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সবুজ বলেন, এ খামারে ৪২ মাস আগে সম্রাটের জন্ম। সব মিলিয়ে এখন এর শরীরে মাংস রয়েছে ১৫০০ (৩৮ মণ) কেজির বেশি। প্রাকৃতিক ঘাস আর বিশেষ যত্ন নিয়েই বড় করে তোলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App