×

জাতীয়

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ০২:৪০ পিএম

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি

রাজধানীর গুলশানে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‌্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

জঙ্গি দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (১ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নিহত দুই পুলিশ সদস্যের সম্মানে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

র‌্যাবের এই ডিজি বলেন, আমরা জঙ্গিবাদ দমনের ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রাখছি। জঙ্গিবাদ দমনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি। এ কারণে জঙ্গিবাদ এখন তাদের সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। তারপরও আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগেছি না। সব সময় সতর্ক আছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা ১৬ জঙ্গিকে ডি-র‌্যাডিকালাইজেশন (উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনা) করেছি। ১৬ জঙ্গিকে আত্মসমর্পণ করিয়েছি। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা। যাতে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। এই কার্যক্রম চলছেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App