×

জাতীয়

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতের তাণ্ডব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১০:৪৬ এএম

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতের তাণ্ডব

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার রাতে গাছ ফেলে তাণ্ডব চালায় ডাকাতরা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতি হয়েছে। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি আটকে ছিল।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে এই ডাকাতির ফলে ৩০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাস্তায় বাবলা গাছ কেটে ব্যারিকেড দিয়ে রাস্তার দুই প্রান্তে ডাকাত দলের ১৫ থেকে ২০ জন সদস্য অবস্থান নেয়। সদস্যরা দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল নিয়ে পথচারীদের পথরোধ করে ডাকাতি শুরু করে। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে ভুক্তভোগীদের আটকে রাখা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বড়সড় এই ডাকাতির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডাকাত সদস্যদের ধরতে ইতোমধ্যে পুলিশের একাধিক ইউনিট মাঠে নেমেছে। দ্রুতই তাদরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App