×

জাতীয়

কয়েকটি ঘটনায় সরকারের অবস্থানে টিআইবির উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১২:১৯ এএম

# সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ # দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ # দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ

দেশে চলমান বেশ কয়েকটি ঘটনায় সরকারের গৃহীত অবস্থান ও কার্যক্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব বিষয়ের মধ্যে রয়েছে- সিলেট, সুনামগঞ্জসহ বন্যা উপদ্রুত এলাকায় সরকারের অপ্রতুল কার্যক্রম, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত ও চাপ বৃদ্ধিতে প্রেস কাউন্সিল আইনের খসড়া প্রণয়ন, বিনা শর্তে বিদেশে পাচার হওয়া টাকা দেশে আনার সুযোগ দেয়াসহ আরও অনেক বিষয়।

বৃহস্পতিবার (৩০ জুন) অনলাইনে অনুষ্ঠিত টিআইবির বার্ষিক সভায় অংশগ্রহণকারীরা এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App