×

শিক্ষা

সংস্কৃতির সঙ্গে উন্নয়নের কোনো বিরোধ নেই: ড. সৌমিত্র শেখর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০২:২৪ পিএম

সংস্কৃতির সঙ্গে উন্নয়নের কোনো বিরোধ নেই: ড. সৌমিত্র শেখর

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনারে বক্তব্যে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। ছবি: ভোরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, সংস্কৃতি আসলে উন্নয়নের বিরোধী নয়। সংস্কৃতির সঙ্গে বরং উন্নয়নয়ের গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতি চর্চার মাধ্যমে উন্নত অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

বিভাগীয় প্রধান আল জাবিরের সভাপতিত্বে মুশফিকুর রহমান হীরকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী। আলোচনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App