বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ছোট ভাই

আগের সংবাদ

কলকাতা-খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চালু

পরের সংবাদ

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বিটিএসের ভি

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১১:৫৭ অপরাহ্ণ আপডেট: জুন ৩০, ২০২২ , ১১:৫৮ অপরাহ্ণ

বলিউডের ‘গ্রিক দেবতা’ খ্যাত হৃত্বিক রোশন, হলিউডের সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন, এমনকি ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামও সৌন্দর্যের বিচারে পেরে উঠলেন না কোরিয়ান পপ গানের দল বিটিএসের সদস্য ভির সঙ্গে। তিনিই ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ! তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছেন ফ্রেন্ডস সিরিজ খ্যাত ৫৩ বছর বয়সী তারকা পল রাড। এর আগে ২০২১ সালেও ‘পিপল’স সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন পল। ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় আরও আছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের ফেসিয়াল ম্যাপিং বিশ্লেষণ করে ডা. জুলিয়ান ডি সিলভা জানিয়েছেন, তিনি সবচেয়ে নিখুঁত চেহারার অধিকারী। সিলভার মতে, ‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী রবার্ট প্যাটিনসনের চেহারা ৯২.১৫ শতাংশ নিখুঁত।

দেখে নেয়া যাক এ বছরের সুদর্শন পুরুষের তালিকা:

১. বিটিএস তারকা ভি (গায়ক), বয়স-২৬, জাতীয়তা : দক্ষিণ কোরিয়ান।
২. পল রাড (অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার), বয়স-৫৩, জাতীয়তা : আমেরিকান।
৩. রবার্ট প্যাটিনসন (অভিনেতা), বয়স ৩৬, জাতীয়তা : ইংরেজ।
৪. হৃত্বিক রোশন (অভিনেতা), বয়স : ৪৭, জাতীয়তা : ভারতীয়।
৫. ডেভিড বেকহাম (সাবেক পেশাদার ফুটবলার), বয়স : ৪৭, জাতীয়তা : ইংরেজ।
৬. ইদ্রিস এলবা (অভিনেতা, প্রযোজক ও সংগীতশিল্পী), বয়স : ৪৯, জাতীয়তা : ইংরেজ।
৭. ওমর বোরকান আল গালা (মডেল, অভিনেতা, আলোকচিত্রী), বয়স : ৩১, জাতীয়তা : ইরাকি।
৮. টম ক্রুজ (অভিনেতা, প্রযোজক), বয়স : ৫৯, জাতীয়তা : আমেরিকান।
৯. ক্রিস ইভানস (অভিনেতা), বয়স : ৪১, জাতীয়তা : আমেরিকান।
১০. নোয়াহ মিলস (অভিনেতা), বয়স : ৩৯, জাতীয়তা : কানাডিয়ান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়