×

শিক্ষা

তিন বছর পর প্রাথমিকের শিক্ষক বদলি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৯:২৪ এএম

আবারও চালু হয়েছে প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম। বুধবার (২৯ জুন) অনলাইনে বদলির পাইলটিং শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরআগে দীর্ঘ তিন বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কর্যক্রম বন্ধ ছিলো। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং শুরু হতে যাচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান উপস্থিত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App