প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ৪:৩৮ অপরাহ্ণ আপডেট: জুন ২৯, ২০২২ , ৪:৩৮ অপরাহ্ণ
পুলিশ লাশ উদ্ধার করে। ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের তিনদিন পর আফসানা আক্তার মিম (১৩) নামের অষ্টম শ্রেণীতে পড়ূয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) সকাল দশটায় উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজগেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে মুশুরীকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কাউকে কিছু না বলে মিম ঘর থেকে বের হয়ে যায়। এসময় তার মা নানা বাড়িতে ছিলো এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলো। পরে গত দুইদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পশ্চিম পাশে ডোবায় তার মরদেহ ও সড়কের পূর্ব পাশে তার রক্তমাখা জামাকাপড় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, স্কুল ছাত্রী মিম নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর আসল কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এসএইচ
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।