×

জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৪:৩২ পিএম

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

স্বেচ্ছাসেবক লীগের বিবৃতি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগ। মঙ্গলবার (২৮ জুন) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশ দেন। স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের অন্তর্গত সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে নগর উত্তর ও দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অচিরেই কমিটি গঠনের উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ৫০ টি থানা ও ১৩২ টি ওয়ার্ড আছে।

[caption id="attachment_356584" align="aligncenter" width="1080"] স্বেচ্ছাসেবক লীগের বিবৃতি[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App