×

জাতীয়

পদ্মা সেতু: উভয় সংকটে মোটরসাইকেল চালকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১২:৫২ পিএম

# ফেরি না থাকায় চালকদের ভোগান্তি চরমে

উদ্বোধনের পরদিন রবিবার থেকে পদ্মা সেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়েছে। পরে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে এই সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

বিকল্প উপায় হিসেবে সোমবার মোটরসাইকেল চালকরা শিমুলিয়া-মাঝিকান্দি ফেরিঘাটে চলাচল করতে থাকে। তাৎক্ষণিক স্বস্তিও এসেছিল চালকদের মধ্যে। কিন্তু আজ মঙ্গলবার (২৮ জুন) পাল্টে গেছে দৃশ্যপট। নদীপথে ফেরি না পেয়ে মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

একদিকে সেতুতে নিষেধাজ্ঞা, অন্যদিকে নদীপথে ফেরি পারাপারে জটিলতা। সব মিলিয়ে মোটরসাইকেল চালকরা এখন বিপাকে পড়েছেন।

এদিকে সেতু বিভাগের টোল আদায় সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার ফলে গতদিনের তুলনায় টোল আদায় কমেছে।

আরও পড়ুন : পদ্মা সেতু: মোটরসাইকেল বন্ধের পর কমেছে টোল আদায়

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App