×

জাতীয়

জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৪:০৫ পিএম

জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ

মঙ্গলবার নির্বাচন ভবনে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে অনুষ্ঠিত। ছবি: ভোরের কাগজ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে আগামী জাতীয় নির্বাচন চায় আওয়ামী লীগ। আজ মঙ্গলবার ইভিএম যাচাইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত দলের সঙ্গে  নির্বাচন কমিশনের বৈঠকে এ মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে  উপস্থিত আছেন দলটির সিনিয়র সদস্য এমপি কর্নেল (অব) ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চারজন কমিশনার, ইসি সচিবসহ ইসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ইতিমধ্যে ২৬টি নিবন্ধিত দলকে ইভিএম যাচাইয়ে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিসহ আটটি দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আগে রাজনৈতিক দলের কাছে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইতিমধ্যে প্রযুক্তিবিদদের জনমত যাচাই করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ‘ইভিএম যাচাইয়ের’ আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে বৈঠক করছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App