পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে নিশ্চিত করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জুন) এই আশ্বাস দিয়ে তিনি জানান, আমরা ফেরি বন্ধ করিনি, সেখানে পারপারের জন্য ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিমুলিয়া-মাঝিকান্দি ঘাটে সোমবারও ফেরি চলাচল করেছে। চাহিদা অনুযায়ী আমরা এই ফেরিঘাট ব্যবহার করবো।
আরও পড়ুন: পদ্মা সেতু: উভয় সংকটে মোটরসাইকেল চালকরা
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার সেতুতে যান চলাচল শুরু হয় এবং এরই পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে ফেরি চলাচল। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করায় সোমবার ফেরি পারাপার শুরু হয়। কিন্তু আজ মঙ্গলবার শিমুলিয়া-মাঝিকান্দা ঘাটে কোনো ফেরি পাওয়া যায়নি। এতে বিপাকে পড়েন মোটরসাইকেল চালকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।