রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট শেখর মেহতা রোটারিয়ানদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) ঢাকায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর সার্ভিস এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। শেখর মেহতা বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, বানিজ্য মন্ত্রী টিপু মুনশী, রোটারি গভর্ণর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্ণর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্ণর (নমিনী) আশরাফুজ্জামান নান্নু, ইভেন্ট চেয়ার- এম মঞ্জুরুল হক এবং রোটারির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা রোটারিয়ানদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।