×

জাতীয়

আট মাস পর দেশে ফিরছেন রওশন এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৮:৫১ এএম

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরছেন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা ১০ মিনিটে অবতরণ করবে বলে জানা গেছে। রবিবার (২৬ জুন) রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে, গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান বিরোধী দলীয় এই নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিরোধীদলীয় নেতা। এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থানকারী পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদও ফিরে আসবেন।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই রুটিন চেক-আপের জন্য আবার ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রওশন এরশাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App