×

জাতীয়

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েত ও ডেনমার্কের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৪:২৭ পিএম

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েত ও ডেনমার্কের

রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত। ছবি: পিএমও

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েত ও ডেনমার্কের

ডেনমার্কের রাষ্ট্রদূত

পদ্মা সেতুর জন্য বাংলাদেশের নাগরিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কুয়েত ও ডেনমার্ক। রবিবার (২৬ জুন) দেশ দুটির রাষ্ট্রদূত এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও ভূয়শী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি তাকে রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর প্রদান করা, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে।

কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

[caption id="attachment_356301" align="aligncenter" width="500"] ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন[/caption]

এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক। রবিবার ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।

ড্যানিশ রাষ্ট্রদূত লিখেছেন, পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন! বাংলাদেশের প্রবৃদ্ধি, উন্নয়ন এবং যোগাযোগের ক্ষেত্রে পদ্মা সেতু এক অবিশ্বাস্য মাইলফলক।

উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কসোভো সহ বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App