×

শিক্ষা

ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৭:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (২৭জুন) প্রকাশ করা হবে।

দুপুর ১টায় এই ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে দেয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে কিংবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজের ড্যাশবোর্ডে ফল দেখতে পাবেন।

২৬ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) দুপুর ১টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ৫৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। যেখানে মোট আসন সংখ্যা ১৭৮৮টি। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন ৩৩ জন শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App