প্রকাশিত: জুন ২৬, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ আপডেট: জুন ২৬, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ
ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তেলবহনকারী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেল ৫টা ৫ মিনিটে স্টেশনের দুই নম্বর লাইনে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ট্রেনের সবকটি ওয়াগনই খালি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী তেলবহনকারী একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির মাঝখানের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে একাধিক লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগনটি লাইন থেকে সরিয়ে নেবে।
এসএইচ
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।