দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন সিটির একটি নাইট ক্লাব থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুন) এনোবেনি ট্যাভার্ন নামের নাইট ক্লাব থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর বিবিসির
এ ছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। চার জনকে নেয়া হয়েছে হাসপাতালে। তবে কি কারণে এই হতাহতের ঘটনা তা পরিষ্কার নয়।
দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা কোনো ধারণা করতে চাই না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।