×

খেলা

সেন্ট লুসিয়ায় লিড পেল টাইগাররা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৩:১৫ এএম

সেন্ট লুসিয়ায় লিড পেল টাইগাররা
সেন্ট লুসিয়ায় লিড পেল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্টিগা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৩ রান। শুক্রবার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৪.২ ওভারে সাকিব বাহিনী ২৩৪ রানে গুটিয়ে যায়। টাইগারদের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ক্যারিবিয়ানরা ২৮ রান তুলতে সক্ষম হয়েছে। এখনো ২০৬ রানে এগিয়ে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। অ্যান্টিগা টেস্টে ৬ টাইগার ব্যাটার শূন্য রানে আউট হলেও আজ কোন ব্যাটার ০ রানে আউট হননি । যা টাইগারদের লড়াকু পুঁজি সংগ্রহ অগ্রণী ভূমিকা রেখেছে।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ২০০ পার করেছে টাইগাররা। নিজের টেস্ট ক্যারিয়ারে ১৪ তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ৬৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই টাইগার ব্যাটার। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর সাজঘরে ফিরে যান তিনি। আজ যে ১০ জন টাইগার ব্যাটার আউট হয়েছেন তারা হলেন- তামিম ইকবাল। তিনি ৬৭ বলে ৪৬ রান করে আউট হন। এরপর মাহমুদুল হাসান জয় ৩১ বলে ১০, নাজমুল হোসেন শান্ত ৭৩ বলে ২৬, এনামুল হক বিজয় ৩৩ বলে ২৩, নুরুল হাসান সোহান ১৯ বলে ৭, সাকিব আল হাসান ৯ বলে ৮ এবং মেহেদী হাসান মিরাজ ৩০ বলেন ৯ রান করেন। লিটন দাসের বিদায়ের পর পেসার ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর ২০০ পার করেন। শরিফুল ইসলাম ১৭ বলে ২৬, খালিদ আহমেদ ১ এবং এবাদত হোসেন ৩৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। উইন্ডিজ বোলারদের মধ্যে সিলেস ৫৩ রানে ৩, জোসেফ ৫০ রানে ৩,ফিলিপ ৩০ রানে ২ এবং কাইল মায়াস ৩৫ রানে ২টি উইকেট লাভ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ক্যারিবিয়ান ওপেনার ২৮ রান তুলতে সক্ষম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App