×

জাতীয়

প্রথম যাত্রী হিসেবে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১২:২২ পিএম

প্রথম যাত্রী হিসেবে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম যাত্রী হিসেবে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম যাত্রী হিসেবে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার পদ্মা সেতু দিয়ে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজায় টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

পদ্মা সেতুতে প্রথম যাত্রী হিসেবে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে  নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধন করার পর জাজিরা যাওয়ার পথে মাওয়া প্রান্তে টোল দেন তিনি।

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে অতিথিদের সঙ্গে নিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়কপথের শুভ উদ্বোধন করেন। ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।

এ সেতু চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি ঘটবে। এতে অবসান হলো প্রমত্তা পদ্মা পাড়ি দেয়ার হাজার বছরের দুর্ভোগের। পদ্মার দুই তীরে থেকে আনন্দের জোয়ার দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসীদের মনেও জাগিয়েছে আনন্দ দোলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App