×

জাতীয়

“পদ্মা সেতু বিশ্বব্যাংক নয় শুরুতেই নিজস্ব অর্থে করা ভালো ছিল”

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১২:১৮ এএম

“পদ্মা সেতু বিশ্বব্যাংক নয় শুরুতেই নিজস্ব অর্থে করা ভালো ছিল”
বাংলাদেশের কমিউনিস্টি পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পদ্মা সেতু নির্মাণ হওয়া অবশ্যই জাতির জন্য অনেক বড় অর্জন। গর্বের অর্জন। কিন্তু এক্ষেত্রে বিশ্বব্যাংকের দারস্থ না হয়ে শুরু থেকেই নিজস্ব অর্থায়নে এটা করা উচিত ছিল। এই সেতু নির্মাণে অত্যধিক ব্যয় সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন আছে, সেটা এখনো নিরসন হয়নি। এটা নিরসন হওয়া উচিত। তারপরেও এটাকে আমি অর্জন বলে মনে করি। শুক্রবার (২৪ জুন) টেলিফোনে ভোরে কাগজকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সিপিবির সাবেক এই সভাপতি বলেন, পদ্মা সেতু নিয়ে সরকারের আচরণ সমস্ত বিষয়টার ভেতর একটা কলঙ্কলেপন করে দিয়েছে। এটাকে জাতির অর্জন হিসেবে না দেখে, পদ্মা সেতুকে নির্বাচনী কার্ড হিসেবে ব্যবহার করার জন্য বিশাল ব্যয়বহুল বা হইচই করা হচ্ছে। যার কোনো প্রয়োজন ছিল না। পুরো বিষয়টাকে মানুষের কাছে অনাকাঙ্খিত একটা ভিন্ন চেহারা দিয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধন হোক। তারপর এটা নিয়ে বিস্তারিত বলব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App