×

জাতীয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা সেতুতে মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০২:১৪ পিএম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা সেতুতে মানুষের ঢল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা সেতুতে উঠে পড়ে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে মূল সেতুতে উঠে গেছেন উৎসুক জনতা। প্রায় কয়েক হাজার মানুষ সেতুর প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত চলে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি টিম জনতাকে সেতু থেকে ফিরিয়ে নিয়ে আসেন।

তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। তাই আমরা অত্যন্ত আনন্দিত। আবেগ ধরে রাখতে না পেরে সেতুর ওপর উঠে গেছি। পরে আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ।

May be an image of 1 person, standing and outdoors

এর আগে সকাল ১০টা তিন মিনিটে সূধী সমাবেশে বক্তব্য শেষে স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন-খাম ও সিলমোহর প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরপর পদ্মা সেতুতে প্রথম যাত্রী হিসেবে টোল দেন এবং বেলা সোয়া ১১টার দিকে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেন। বেলা সোয়া একটায় মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : প্রথম যাত্রী হিসেবে টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন : সব জনস্রোত আজ পদ্মা অভিমুখে (ভিডিও)

আরও পড়ুন : অদম্য বাংলাদেশ, খুলল পদ্মার দ্বার

আরও পড়ুন : পদ্মা বিজয়ের আনন্দে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

আরও পড়ুন : পদ্মায় আর কাউকে স্বজন হারাতে হবে না: প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App