×

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপসে পদ্মা সেতু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৩:২৫ পিএম

গুগল ম্যাপসে পদ্মা সেতু

গুগল ম্যাপসের স্যাটেলাইট চিত্রে পদ্মা সেতু

জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অবশেষে হয়ে গেল পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। তবে উদ্বোধনের আগে থেকেই ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম গুগল ম্যাপসে দেখা যাচ্ছিল পদ্মা সেতু। ম্যাপসে সার্চ করলে এখনও দেখা যাবে এই সেতুর অবস্থান। মিলছে স্যাটেলাইট ভিউও।

গুগল ম্যাপসে ডেস্টিনেশনে সার্চ করলে দেখাচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়িযোগে যেতে সোয়া এক ঘণ্টার মতো সময় লাগবে।

স্যাটেলাইট দেখুন: গুগল ম্যাপসে পদ্মা সেতু

যখন এই সেতুর অবকাঠামো ছিল না, তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেত। এখন সেতু দুই পাড়ের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপসেও তা দেখাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App