×

জাতীয়

আমি পদ্মা বলছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:১৭ পিএম

আমি পদ্মা বলছি

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। ফাইল ছবি

আমি তো ছিলাম প্রমত্ত উদ্বাহু উচ্ছল প্রবল প্রতাপে দুকূল ছাপিয়ে বেড়াই দাপিয়ে এখন কিশোরীর মতো লজ্জায় অবনত আমার মুখ মুক্তোয় গাঁথা হার আমাকে বন্দি করেছে এক আশ্চর্য অনুভূতিতে তোমরা আমার গলায় পরিয়ে দিয়েছে এক রুপালি নেকলেস প্রবল বর্ষণে কখনো দেখেছো আমার রুদ্রমূর্তি কখনো এক শীতের সকালে শান্ত বালিকার মুখ কখনো জীর্ণশীর্ণ শুকনো জেগে ওঠা চর এখন এসবে আর আমার কিছু যায় আসে না আমার গলায় এক রুপালি হার বেঁধে দিয়েছে এপার-ওপার আশ্চর্য এক অনুভূতি আমার ভিতর এনেছে এক অনিন্দ্য পরিবর্তন আমার রাগ, অভিমান, শান্ত হয়ে ওঠা, এসব এখন অর্থহীন কারণ আমার গলায় সাড়ে ছয় কিলোমিটার লম্বা একটি রুপালি বন্ধন পরিবর্তন করে দিয়েছে সব কিছু এখন আমি নিজেই এক অপার বিস্ময়ে চেয়ে থাকি নিজের গলার হারের দিকে কী আশ্চর্য সুন্দর মুক্তো, হীরে, জহরত দিয়ে গাঁথা আমার সমস্ত উচ্ছলতাকে বেঁধে তৈরি হওয়া এক সুতোয় কী করে তোমরা এত সুন্দর বন্ধনে বাঁধলে আমায় এ এক অপার বিস্ময়, বিস্ময় শুধু আমার চোখে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App