পদ্মা সেতুর আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৩ জুন) নিশ্চিত করেছেন সেতু বিভাগের এক কর্মকর্তা।
তবে ইউনূস সেন্টার এ বিষয়ে এখনও মুখ খোলেনি।
শনিবার অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন রাজনীতিক, বিদেশি কূটনীতিক ও মুক্তিযোদ্ধা। তবে বিদেশি অতিথিরা কম থাকছেন। বিদেশি অতিথিদের মধ্যে পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন, তাদেরকে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।