×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১১০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৩:৫৮ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা এগারো শ’ ছাড়িয়েছে। দেশটিতে এখন এ সংখ্যা এক হাজার একশ’ ৫০ জনে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির তালেবান প্রশাসনের বরাত দিয়ে আফগান সংবাদ সংস্থা বাখতার ও তলো নিউজ, তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।

আফগান সংবাদ সংস্থা বাখতারের মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার ছয়শ’ মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রায় এক হাজার আটশ’ ঘরবাড়ি তছনছ হয়ে গেছে।

আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান গোষ্ঠী ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ত্রাণ বিতরণ করছে।

হতাহতদের সহায়তায় হাত বাড়িয়েছে জাতিসংঘও। বৈশ্বিক সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্প কবলিত এলাকায় কলেরার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : তীব্র ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত হাজার ছাড়াল

গত বুধবার (২২ জুন) ভূমিকম্প সংঘটিত হওয়ার আগেও দেশটি ভয়াবহ মানবিক পরিস্থিতিতে ছিল। এদিকে, ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App