×

খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে চার ধাপ অবনমন, ২১১ দেশের মধ্যে বাংলাদেশ ১৯২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৪:১০ পিএম

গেলো জুনে চার ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র ছাড়া বাকি সব ম্যাচেই হারে লাল-সবুজের প্রতিনিধিরা। ওই বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে বাংলাদেশ দলের র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ১৯২ নম্বরে।

বৃহস্পতিবার (২৩ জুন) ফিফা র‌্যাঙ্কিং আপডেট করেছে। সেখানে বাংলাদেশ ২০ পয়েন্ট হারিয়ে নেমে গেছে চার ধাপ। এরআগে ৩১ মার্চ প্রকাশিত তালিকায় লাল-সবুজের প্রতিনিধিদের র‌্যাঙ্কিং ছিল ১৮৮। এছাড়া ১০ ফেব্রুয়ারি ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬তম অবস্থানে।

এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে আছে নাম না জানা অনেকগুলো দেশ। যেমন ১৯১তম অবস্থানে আছে সামাও। এমনকি ব্রুনেই দারুছসালাম, কুক আইল্যান্ড, সাও তোমে এন্ড প্রিন্সিপ, সেন্ট ভিনসেন্ট, বেলিজ, পুয়েরতো রিকোর মতো দ্বীপ বাংলাদেশের ওপরে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App