×

আন্তর্জাতিক

আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিলেন কুয়েতের যুবরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৯:৪৬ পিএম

আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিলেন কুয়েতের যুবরাজ

কুয়েতের যুবরাজ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ

কুয়েতের আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য সংসদ ভেঙে দিয়েছেন দেশটির যুবরাজ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ।

গত রবিবার ফরমান জারি করে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর বুধবার (২২ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি দুই মাসের মধ্যে আগাম নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন। খবর আরব নিউজের।

কুয়েতের নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আগাম নির্বাচনের আহ্বান জানানোর ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার এই ঘোষণা দেয়া হয়েছে বলে জানান দেশটির সংসদের স্পিকার মারজৌক আল-ঘানেম। কুয়েতের সংবিধান অনুসারে, সংসদ ভেঙে দেয়ার দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েতে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। ভূমধ্যসাগরে সৌদি আরব, ইরাক ও ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে কুয়েত। ১৭৫০ সাল থেকে কুয়েত শাসন করে আসছে আল-সাবাহ রাজবংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App