×

খেলা

হোল্ডার-অশ্বিনকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুইয়ে সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৩:৫৪ পিএম

হোল্ডার-অশ্বিনকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুইয়ে সাকিব

একটা সময় ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে কেবল ওয়ানডেতেই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন তিনি। তবে আশার কথা, তিন ফরম্যাটেই নিয়মিত হচ্ছেন সাকিব, উন্নতি করছেন র‌্যাংকিংয়েও। সর্বশেষ আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। সেখানে হোল্ডার-অশ্বিনকে টপকে টেস্টে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই নম্বর জায়গা দখল করে নিয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের সামনে কেবল ভারতের আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সাকিবের উন্নতিতে অবনমন হয়েছে অশ্বিন ও হোল্ডারের। অশ্বিন এখন তিনে আর হোল্ডারের অবস্থান চারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও অধিনায়ক সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। এছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন কার্যকর। র‌্যাংকিংয়ে সেটিরই পুরস্কার পেলেন সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App