×

রাজধানী

মৃত নবজাতককে হাসপাতালে ফেলে নিরুদ্দেশ স্বজনরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ০২:২৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফ্লোরে মৃত নবজাতককে রেখেই নিরুদ্দেশ হয়েছে এর অভিভাবকরা। বুধবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নবজাকতটি ফ্লোরে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় হাসপাতালে আসা রোগীর স্বজনদের। পরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, জরুরি বিভাগের সিটিস্ক্যান রুমের পাশে কে বা কারা মৃত নবজাতকটি ফেলে গেছে তা কেউ বলতে পারছেনা। নবজাতকটি মেয়ে। যথাযথ ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে সিটিস্ক্যান রুমের পাশে বসে থাকা এক বৃদ্ধা নারী জানান, যেখানে নবজাতকটি রেখে যাওয়া হয়েছে সেখানে অন্য এক রোগীর লোকজন বসে বিশ্রাম করতো। দুপুরে তাদের কাউকেই এখানে আর দেখা যায়নি। তবে তাদের বসে থাকার জায়গাটিতে এই মৃত বাচ্চাটি পড়ে থাকতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App