পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার (২২ জুন) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনে দেশের চলমান বন্যা পরিস্থিতি, পদ্মা সেতুর উদ্বোধনসহ সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে আসবে।
এর আগে মঙ্গলবার নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে বক্তব্য দেন ও বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।