মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর চরাঞ্চলে পদ্মা নদীর খরস্রোতা পানিতে মুহূর্তেই বিলীন হয়ে গেল কোটি টাকা ব্যয়ে এমপিওভুক্ত ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা স্কুল ভবন।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার আজিমনগর হাতিঘাটা এলাকায় অবস্থিত ওই স্কুল ভবন পদ্মায় বিলীন হয়ে যায়। এছাড়া হাতিঘাটা এলাকায় স্কুলের কাছাকাছি পদ্মা নদীর স্রোতে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রায়ন প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও বিলীন হয়ে গেছে।
উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় পানি বাড়ার মধ্যেই মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুরসহ বেশ কয়েকটি উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।