ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু

আগের সংবাদ

পাপারাৎজির কি কথা শুনে লজ্জার হাসি সুহানার মুখে

পরের সংবাদ

দূর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: জুন ২২, ২০২২ , ১০:১০ পূর্বাহ্ণ আপডেট: জুন ২২, ২০২২ , ১০:১০ পূর্বাহ্ণ

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ স্থান ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

মঙ্গলবার (২১ জুন) বিকালে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সার্বিক পরিস্থিতি তদারকি করে এ ত্রাণ বিতরণ করেন তিনি। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় অংশ গ্রহণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কমিশনার।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, কেন্দ্রীয় আ. লীগের সদস্য রেমন্ড আরং, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল-আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দূর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী, পৌর মেয়র মো. আলাল উদ্দিন প্রমুখ।

রি-টিআরটি/এনএস/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়