গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ স্থান ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।
মঙ্গলবার (২১ জুন) বিকালে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সার্বিক পরিস্থিতি তদারকি করে এ ত্রাণ বিতরণ করেন তিনি। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় অংশ গ্রহণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, কেন্দ্রীয় আ. লীগের সদস্য রেমন্ড আরং, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল-আহসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দূর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী, পৌর মেয়র মো. আলাল উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।