×

আন্তর্জাতিক

মালদ্বীপের স্টেডিয়ামে ভারতের যোগ দিবসের অনুষ্ঠানে হামলা উগ্রপন্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৩:৪৬ পিএম

মালদ্বীপের স্টেডিয়ামে ভারতের যোগ দিবসের অনুষ্ঠানে হামলা উগ্রপন্থীদের

মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা উগ্রপন্থীদের

মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা চালাল একদল উগ্রপন্থী। অংশগ্রহণকারীদের উপর হামলা চালানোয় ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

হিন্দুস্তান টাইমস জানায়, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে মঙ্গলবার (২১ জুন) সকালে জাতীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মলদ্বীপ সরকার। মালদ্বীপের সংবাদমাধ্যম বিএনএন নিউজরুমের টুইট করা একটি ভিডিওয় দেখা গেছে, একদল লোক স্টেডিয়ামের ভিতরে আক্রমণাত্মকভাবে ঢুকে পড়েছে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সেই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মলদ্বীপের রাষ্ট্রপতি। টুইটারে তিনি বলেন, ‘আজ সকালে গাললহু স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তদন্ত শুরু করেছে মালদ্বীপ পুলিশ। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত আছে, তাদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

https://twitter.com/BNNMV/status/1539122029387194373?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539122029387194373%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fworld%2Fmob-attacks-attendees-at-indian-cultural-centers-yoga-day-event-in-maldives-cops-fire-tear-gas-shells-5412337.html

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App