×

সারাদেশ

তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে নবজাতকের জন্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৯:৫২ এএম

তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে নবজাতকের জন্ম

বন্যা আশ্রয়কেন্দ্রেই জন্ম নিলো নবজাতক। ছবি: ভোরের কাগজ

হাওর বেষ্টিত ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বন্যা আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো নবজাতক। জানা যায়, গত ৩ দিন পূর্বে বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় শ্রীপুর গ্রামের এক দম্পতি আশ্রয় নেন উত্তর শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের বন্যাশ্রয়কেন্দ্রে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ও উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দারের তত্ত্বাবধানে উত্তর শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের বন্যাশ্রয়কেন্দ্রের ইউপি চেয়ারম্যানের কক্ষে কোমর সমান বানের পানিতে আশ্রয় নেয়া দম্পতির কোলজোড়ে জন্ম হয় এক নবজাতকের।

বন্যাশ্রয় কেন্দ্রে নবজাত জন্ম নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App