×

সারাদেশ

তাহিরপুরে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০১:১০ পিএম

তাহিরপুরে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে একজনের মৃত্যু

ফাইল ছবি

তাহিরপুরে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে একজনের মৃত্যু

গতকাল সোমবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

নিহত বিপ্লব মিয়া (৫০) তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক সূত্রে জানাগেছে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। এ সময় কয়েক শতাধিক বন্যার্ত লোকজন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে হেলিকপ্টার থেকে ত্রাণসামগ্রী নিচে ফেলার সময় সবাই হুড়োহুড়ি করে ত্রাণসামগ্রী ধরতে গেলে ঘটনাস্থলে ৬ জন আহত হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App