×

স্বাস্থ্য

এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু, নতুন রোগী ২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৪:৫১ পিএম

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রথম মৃত্যু হয়েছে। ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় (২০ জুন সকাল আটটা থেকে ২১ জুন সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। আক্রান্তদের সবাই ঢাকার বাসিন্দা।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন ২৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১০ জন। এর মধ্যে (ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে) ১০৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চারজন ভর্তি আছেন। সোমবারও নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো ২৭ জন। এর মধ্যে ২৬ জনই ঢাকার বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৮০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৭ জন। মাসভিত্তিক হিসাব অনুযায়ী জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন ও ২১ জুন পর্যন্ত ৪৫৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App