×

অর্থনীতি

রাত ৮টার পর দোকানপাট বন্ধ কার্যকর, ক্ষুব্ধ বিক্রেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ১০:৩৫ পিএম

রাত ৮টার পর দোকানপাট বন্ধ কার্যকর, ক্ষুব্ধ বিক্রেতারা

সোমবার সরকারি আদেশে রাত আটটায় শপিং মল ও মার্কেট বন্ধ হয়ে যায়। ফরচুন শপিং মল ও মৌচাক মার্কেট থেকে তোলা। ছবি: ভোরের কাগজ

সরকার ঘোষিত পূর্ব নির্দেশনা মেনেই বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার (২০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় জরুরি সেবা বাদে অন্যান্য দোকান বন্ধ করেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।

তবে বিক্রেতারা এই নির্দেশনায় বেশ ক্ষুব্ধ তাদের দাবি, করোনার ক্ষতি পুষিয়ে নিতে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার। এদিকে, চট্টগ্রামেও রাত আটটার পর বন্ধ করা হয়েছে সব মার্কেট। এজন্য সিএমপি থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট, বিপণি-বিতান, মার্কেট বন্ধ সিদ্ধান্ত নেয় সরকার। তবে দোকানে, বিপনি-বিতানে ক্রেতা থাকলে আধা-ঘণ্টা পর্যন্ত ক্রেতাদের কেনাকাটার সুযোগ দেয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App